সুনামগঞ্জে প্রকাশ্যে শিশুকে অপহরণ করে একাধিক স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগে আজাদ মিয়া (৩০) নামে এক বখাটেকে আসামি করে মামালা দায়ের করা হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) নির্যাতিতার বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি দায়ের করেন। অভিযুক্ত আজাদ রহমতপুর গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এর আগে রোববার (৩১ জানুয়ারি) সুনামগঞ্জ শহরতলীর বেতগঞ্জ বাজারে বাসার দরজা ভেঙে স্বজনদের সামনে থেকে অস্ত্রের মুখে এক শিশুকে অপহরণ করেন বখাটে আজাদ মিয়া। তাকে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে শহরের কোর্টপয়েন্ট এলাকায় ফেলে যান। পরে এক সিএনজি চালক তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
লিপসন আহমেদ/আরএইচ/এমকেএইচ