দেশজুড়ে

ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন

বগুড়ার ধুনটে ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসি।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার পেঁচিবাড়ি বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন শাহ আলম, সুভাষ চন্দ্র, আল ইমরান, আসমত আলী, সুশীল চন্দ্র।

তারা বলেন, অর্থের বিনিময়ে ধর্ষক মহাদেব ওরফে সাধনের পরিবার মামলাটি নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা ভুক্তভোগীর পক্ষে দাঁড়িয়েছি। ধর্ষকের ফাঁসি চাই।

মামলা সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর পেঁচিবাড়ি গ্রামের হালদার পাড়ার নিপেন্দ্র নাথ সরকারের ছেলে মহাদেব ওরফে সাধন চন্দ্র সরকার এলাকার এক কলেজ ছাত্রীর ঘরে ঢুকে ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে গ্রামবাসী ধর্ষক মহাদেবকে ঘটনাস্থল থেকে আটক করে। পরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ধুনট থানায় ধর্ষণ মামলা করে।

মামলার প্রেক্ষিতে পুলিশ ধর্ষককে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে। ধর্ষক মহাদেব বগুড়া কারাগারে রয়েছে।

এএইচ/জেআইএম