দেশজুড়ে

আলমডাঙ্গায় নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ২

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পৌর নির্বাচনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর ছয়টি নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন। হামলা ও ভাঙচুরের মামলায় জাসদ সমর্থিত মেয়র প্রার্থীর দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে দুই কর্মীকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে আলমডাঙ্গা পৌর এলাকার পৃথক কয়েকটি স্থানে নির্বাচনী অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হল- আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের আলতাফ হোসেন ও রবিউল ইসলাম।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, বৃহস্পতিবার রাতে জেলা জাসদ সভাপতি ও স্বতন্ত্র মেয়র প্রার্থী এম সবেদ আলীর দুটি নির্বাচনী অফিস ভাঙচুর করে দুর্বৃত্তরা।

পরে নৌকার প্রার্থী হাসান কাদির গনুর নির্বাচনী চারটি অফিস ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় উভয়পক্ষের ছয়জন আহত হন।

হামলা ভাঙচুরের ঘটনায় নৌকার মেয়র প্রার্থী হাসান কাদির গনুর ভাই আসম সালাউদ্দীন বাদী হয়ে ৪৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১২০ জনকে আসামি করে আলমডাঙ্গা থানায় মামলা করেন।

এ মামলায় জাসদের দুই কর্মীকে তাদের বাড়ি থেকে শুক্রবার সকালে গ্রেফতার করেছে পুলিশ।

সালাউদ্দীন কাজল/এসএমএম/এমএস