দেশজুড়ে

জীবননগরে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার জীবননগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন- ২০২১ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার সকল ইউনিয়ন থেকে প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর যশোর অঞ্চলের ৫৫ পদাতিক ডিভিশনের সমন্বয়ে এবং জীবননগর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জীবননগর বাসস্ট্যান্ডের বঙ্গবন্ধু মুক্তমঞ্চ থেকে আনুষ্ঠানিক ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সকাল সাড়ে ৭টার সময় জীবননগর বাসস্ট্যান্ডের বঙ্গবন্ধু মুক্তমঞ্চ থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে দীর্ঘ ৫ কিলোমিটার পথ অতিক্রম করে পাথিলা কৃষি ফার্মে গিয়ে শেষ হয়।

এতে ২০ জন প্রতিযোগী নির্বাচিত হন। ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে আগেই অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করেন প্রতিযোগীরা। এরপর সেই অ্যাপস’র সহায়তায় তাদের দৌড় প্রতিযোগিতার সময় ও দূরত্ব নির্ধারণ করা হয়। পরে দত্তনগর কৃষি ফার্ম চত্বরে বিজয়ী ২০ জনকে পুরস্কার, ক্রেস্ট ও একটি প্রত্যয়নপত্র দেয় হয়।

ম্যারাথনে অংশগ্রহণকারী বাঁকা গ্রামের মিন্টু জানান, আমি ৫ কিলোমিটার ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করে প্রথম হয়েছি। এতে আমি গর্বিত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তূজা, সাধারণ সম্পাদক উপধ্যক্ষ নজরুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, পাথিলা কৃষি ফার্মের উপ-পরিচালক গোলাম সারওয়ার, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকিসহ জীবননগর উপজেলা পরিষদের সকল দফতরের প্রধানগণ।

সালাউদ্দীন কাজল/এফএ/জেআইএম