মুন্সিগঞ্জের লৌহজংয়ে নৌ-পুলিশের অভিযানে ১০ মণ জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল ৬টায় উপজেলার শিমুলিয়া ঘাট এলাকায় একটি ট্রলার থেকে এসব জাটকা জব্দ করা হয়। পরে দুপুরে স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় মাছ গুলো বিতরণ করা হয়।
মাওয়া নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে এসব জাটকা জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতির টের পেয়ে জাটকা বহনকারীরা আগেই সরে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদের উপস্থিতিতে জব্দকৃত জাটকা মাছগুলো স্থানীয় বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
এসজে/এএসএম