বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে উপলক্ষে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের উদ্যোগে দরিদ্রদের মধ্যে লুঙ্গি-শাড়ি, রান্না করা খাবার ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ মার্চ) বিকেলে ভোগড়া এলাকায় এক আলোচনা অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল।
আলোচনাসভা শেষে এক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান, দুই শতাধিক দরিদ্র ও অসহায় ব্যক্তিদের মাঝে রান্নাকরা খাবার ও লুঙ্গি-শাড়ি বিতরণ করা হয়।
এর আগে সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আমিনুল ইসলাম/এসআর/জিকেএস