দেশজুড়ে

সুতিয়া-ক্ষিরু নদী দূষণমুক্তের দাবিতে মানববন্ধন

গাজীপুরের শ্রীপুরে সুতিয়া ও ক্ষিরু নদী দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

শুক্রবার বিকেলে এ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুতিয়া-ক্ষিরু বাঁচাও পরিষদের উদ্যোগে মানববন্ধনে নদী পরিব্রাজক দল ও স্থানীয় পরিবেশ কর্মীরা উপস্থিত ছিলেন।

নদী পরিব্রাজক দলের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি সাইদ চৌধুরী বলেন, ময়মনসিংহের অন্যতম এ দুই নদী ময়মনসিংহ ও গাজীপুরের প্রাণ। এ দুই নদীর মোহনা শ্রীপুরে এসে শীতলক্ষ্যায় মিলিত হয়েছে। বেশ কয়েকবছর ধরেই ভালুকার বিভিন্ন শিল্প কারখানার বর্জ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে। এতে শীতলক্ষ্যায়ও সম্প্রতি দূষণ বেড়েছে। জলজ প্রাণিসহ মাছ মারা যাচ্ছে। তাই যেভাবেই হোক এ নদীকে বাঁচাতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাংবাদিক রিপন আনসারী, নদী পরিব্রাজক দলের শাফি কামাল, খোরশেদ আলম, আবুল কালাম আজাদ মাষ্টারসহ নদীর উভয় পাড়ের লোকজন।

মো. আমিনুল ইসলাম/এএইচ/জেআইএম