দেশজুড়ে

টঙ্গীর মিলগেটে তুলার গোডাউনে আগুন

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় তিনটা মেশিন ঘর ও সাতটি গোডাউনের সব মালামাল পুড়ে যায়।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে টঙ্গী মিলগেট কো-অপারেটিভ মার্কেটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে টঙ্গী দমকল বাহিনীর তিনটি ও উত্তরা থেকে দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

টঙ্গী দমকল বাহিনীর স্টেশন অফিসার মো. ইকবাল হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটা ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের ভয়াবহতা বেশি থাকায় উত্তরা থেকে আরো দুইটা ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আমিনুল ইসলাম/এসএমএম/এএসএম