পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণে বের হয়েছে গাজীপুরের ছয় রোভার স্কাউট। গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম রোববার (২৮ মার্চ) ভাওয়াল রাজবাড়ির সামনে থেকে এই ছয় রোভার স্কাউটের যাত্রা উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সর্দার, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের উপ-কমিশনার অধ্যক্ষ শরিফুল ইসলাম, অধ্যক্ষ মো. আব্দুস সালাম, গাজীপুর জেলার সম্পাদক মোফাজ্জল হোসেন, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, মো. সাহাবুদ্দিন, সদর উপজেলা স্কাউট সম্পাদক খলিলুর রহমান, রোভার স্কাউট লিডার মো. জুলহাস, শরিফুল ইসলাম আশিক, মাসুদা আক্তার উপস্থিত ছিলেন।
বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলার রোভারের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন, পরিভ্রমণে অংশগ্রহণকারী রোভার স্কাউটরা হলেন- মৌচাক ওপেন স্কাউট গ্রুপের রোভার মো. আশিকুর রহমান, মো. শাকিল মিয়া, ফাহমিদুল মুরাদ, আমেনা আক্তার ও মুকতারি চামেলী এবং মেট্রোপলিটন মুক্ত রোভার স্কাউট গ্রুপের রোভার মো. নুরুজ্জামান আপন।
তারা রোভার স্কাউট প্রোগ্রাম অনুযায়ী একটানা পাঁচদিন পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ করবেন। পরিভ্রমণ শেষে পথের বর্ণনা, পথে ঘটে যাওয়া কোনো বিশেষ ঘটনা, কার সঙ্গে দেখা হলো তার বিবরণ ইত্যাদি লিখে জমা দিতে হবে।
প্রতিদিন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পযর্ন্ত একটানা তারা পায়ে হেঁটে পাঁচদিনে এই পরিভ্রমণ সমাপ্ত করবেন বলেও জানান অ্যাডভোকেট আনোয়ার হোসেন।
আমিনুল ইসলাম/এসআর/জিকেএস