গাজীপুরের কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিকের নেতৃত্বে সাতজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৯ মার্চ) দুপুরে কালীগঞ্জ পৌরসভার বাজারে দুই বিক্রেতাকে চার হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া এসময় বাজারে আসা ক্রেতা-বিক্রেতাদের মুখে মাস্ক না থাকায় তিনজনকে ১০০ টাকা করে এবং মোটরযান আইনে দু’জনকে ২০০ টাকা করে জরিমানা করা হয়।
এসময় তিনি জরিমানা ছাড়াও বাজারে আসা ক্রেতা-বিক্রেতা ও বাসস্ট্যান্ডে মাস্ক বিতরণ করেন।
ইউএনও মো. শিবলী সাদিক বলেন, এভাবে উপজেলার বিভিন্ন বাজার ও বাসস্ট্যান্ডে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হবে। কেউ নিয়ম না মানলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আব্দুর রহমান আরমান/এসএমএম/জিকেএস