বগুড়ার সোনাতলায় থমকে গেছে মডেল মসজিদ উন্নয়ন প্রকল্পের কাজ। ৯ মাস আগে এ প্রকল্পের উদ্বোধন করা হলেও এখন পর্যন্ত কাজের কোনো অগ্রগতি নেই। এনিয়ে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমান সরকার সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পের আওতায় বগুড়ার সোনাতলা উপজেলা কমপ্লেক্স চত্বরের দক্ষিণ পার্শ্বের মূল ফটক সংলগ্ন স্থানে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের কাজ শুরু হয়েছে। কাজটি গত ২০২০ সালের ৭ জুন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার সাবেক জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। কাজটি বাস্তবায়ন করছে গণপূর্ত অধিদফতর বগুড়া। এর ব্যয় ধরা হয়েছে প্রায় ৬ কোটি টাকা। স্থানীয় লোকজন জানান, দীর্ঘ প্রায় ৯ মাস আগে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও এখন পর্যন্ত ওই কাজের তেমন অগ্রগতি নেই। এমনকি মসজিদের প্রথম তলার ছাদ ঢালাইয়ের কাজ পর্যন্ত হয়নি।
তারা আরও জানান, এই প্রকল্পটি বাস্তবায়ন হলে মুসল্লিরা জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা ইসলামিক সাংস্কৃতিক চর্চা করার সুযোগ পাবে। জানতে চাইলে সংশ্লিষ্ট ঠিকাদারের একজন কর্মচারী জানান, চলতি বছর চার দফা বন্যার কারণে নির্মাণকাজ দীর্ঘসময় থমকে ছিল। এখন আবারও কাজটি শুরু হয়েছে। কাজটি শেষ করতে আরও কমপক্ষে এক বছর সময় লাগবে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক গণপূর্ত অধিদফতরের একজন কর্মকর্তা জানান, আগামী ২০২২ সালের জুন মাসের মধ্যে ওই প্রকল্পের আওতায় উত্তরাঞ্চলের বেশিরভাগ উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ শেষ হবে।
এসআর/এমকেএইচ