করোনামুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
গতকাল রোববার তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। তিনি করোনা মুক্ত হলেও এখনও কাশি ও ঠান্ডা রয়ে গেছে।
তিনি বলেন, তার সিটিস্ক্যান করা হয়েছে রিপোর্ট ভালো এসেছে । গত ৪ এপ্রিল থেকে জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছেন তিনি। তিনি করোনা টেস্ট করলে পজিটিভ রিপোর্ট আসে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি ওই সময় থেকেই বাসায় চিকিৎসা নিচ্ছেন। আশু রোগ মুক্তির জন্য তিনি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর দোয়া চেয়েছেন।
কেএইচ/জেএইচ/জেআইএম