নোয়াখালীর কোম্পানীগঞ্জে মো. আনোয়ার হোসেন সাদ্দাম (৩০) নামের এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ এপ্রিল) রাতে মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বেচার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাদ্দাম ওই বাড়ির মো. ইউসুফ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ছুটি শেষে মঙ্গলবার (২৭ এপ্রিল) সৌদি আরব ফেরত যাওয়ার কথা ছিল সাদ্দামের। তার স্ত্রী আমেরিকা থাকেন। পারিবারিকভাবে ভাইদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতানৈক্য ছিল সাদ্দামের। এরউপর স্ত্রীর সাথেও বিভিন্ন বিষয় নিয়ে বাদানুবাদ হয়। ধারণা করা হচ্ছে মানসিক যন্ত্রণা থেকেই আত্মহত্যা করেছে সাদ্দাম।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এফএ/এএসএম