মাদারীপুর জেলার শিবচরের বাংলাবাজার ফেরিঘাটে যাত্রীদের চাপাচাপিতে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া কিশোরের নাম আনছার মাদবর (১২)। ঘাট সূত্রে জানা গেছে, তিন নম্বর ফেরিঘাটে শাহ পরান নামের রোরো ফেরিটি ভিড়লে নামার সময় যাত্রীদের চাপে কিশোর আনছার মাদবর যাত্রীদের চাপে অসুস্থ হয়ে ফেরির পন্টুনেই মারা যায়।
কিশোর আনছারের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। সে নড়িয়ার কালিকা প্রসাদ গ্রামের গিয়াস উদ্দিন মাদবরের ছেলে বলে পুলিশ নিশ্চিত করেছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, ছেলেটি নামার সময় ভিড়ের চাপে অসুস্থ হয়ে মারা যায়।
একে এম নাসিরুল হক/এসআর/এমকেএইচ