দেশজুড়ে

প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণে অনিয়ম, চেয়ারম্যান লাঞ্ছিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের ৪৫০ টাকা বিতরণে অনিয়মের অভিযোগে রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান আয়নাল হককে লাঞ্ছিত করেছেন বিক্ষুব্ধ জনতা।

বুধবার (১২ মে) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা চত্বরে এই ঘটনা ঘটে। এসময় বিক্ষোভও করেছেন স্থানীয়রা।

পরে ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা চেয়ারম্যানকে উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে নিয়ে গেলে রক্ষা পান তিনি।

এরপর দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ একটি রুদ্ধদ্বার বৈঠক হয়।

উপজেলা প্রশাসনের একটি সূত্র জানায়, ওই বৈঠকে চেয়ারম্যান আয়নাল হক প্রধানমন্ত্রীর দেয়া উপহারের টাকা সঠিকভাবে বন্টনের নিশ্চয়তা দেন এবং তাকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথাও ওঠে।

ঘটনাস্থলে থাকা একাধিক ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের টাকা না পাওয়ার কথা জানান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায় জানান, ১০নং মধুপুর ইউনিয়নে ৬ হাজার ৯৬ জন দুস্থ অসহায় মানুষের জন্য ৪৫০ টাকা করে বরাদ্দ দেয়া হয়। সেই টাকা বিতরণ হচ্ছিল ইউনিয়ন পরিষদে। এরই মধ্যে কিছু লোকজন টাকা পায়নি, তারা উপজেলা চত্বরে আসেন। এমন সময় চেয়ারম্যান আয়নাল হক আসলে তাকে কে বা কারা লাঞ্ছিত করে। পরে তিনি ইউএনও স্যারের কক্ষে যান।

তিনি আরও বলেন, ঘটনা জানার পর ইউএনও অফিসে আসেন এমপি স্যার, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ অনেকেই। ওই বৈঠকে চেয়ারম্যানকে যারা লাঞ্ছিত করেছে সিসি টিভি দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা হয়।

তিনি বলেন, এখন প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার বিতরণ চলছে। যাদের নাম আছে সবাই পাবেন বলে জানান উপজেলা প্রকল্প কর্মকর্তা।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ‘ত্রাণ নিয়ে একটু ঝামেলা হয়েছে, পরে সেটা এমপি স্যার, উপজেলা চেয়ারম্যান, ইউএনও স্যার মিলে সমাধান করেছেন।’

এ নিয়ে বৈঠকে উপস্থিত থাকা রংপুর-২ আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌদুরী ডিউক, উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট ও চেয়ারম্যান আয়নাল হককে একাধিকার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

এসএইচএস/এমএস