দেশজুড়ে

মাইক্রোচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরের নগরকান্দায় মাইক্রোবাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৭ মে) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের জয়বাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও একজন আহত হয়েছেন।

দুর্ঘটনায় নিহত হয়েছেন তুর্য আহমেদ (২৩) ও রাউফুন (২২)। এছাড়াও আহত শাহিনুর রহমান শান (২৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ও আহতরা নড়াইল সদর উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, নড়াইল থেকে মোটরসাইকেলযোগে তিনজন ভাঙ্গার দিকে আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে মুকসেদপুর হাসপাতালে নেয়ার পথে তুর্য ও রাউফুন মারা যান। আহত শাহিনুর রহমান শান হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) মো. শাওন জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরএইচ/এএসএম