দেশজুড়ে

নিষ্ঠুরতা থেকে রেহাই মেলেনি অবুঝ শিশুরও

নড়াইলের লোহাগড়ায় প্রতিপক্ষের নিষ্ঠুরতা থেকে রক্ষা পায়নি আড়াই বছরের শিশু আবু তালহা।

বুধবার (২ জুন) ভোরে উপজেলার চরব্রাহ্মণডাঙ্গা গ্রামে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে।

আবু তালহা ওই গ্রামের ব্যাংক কর্মকর্তা মো. শামীমুর রহমান বুলুর ছেলে। সে ঈদ উদযাপনে সাতক্ষীরা থেকে বাবা-মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা, চর-ব্রাহ্মণডাঙ্গা, বাড়ীভাঙ্গা ও হান্দলা গ্রাম নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধে একটি গ্রুপের নেতৃত্ব দেন নাজির মোল্যা ও মাহাবুব মোল্যা। অপর গ্রুপের নেতৃত্ব দেন তাইজুল মোল্যা ও জাকির মেম্বার।

মঙ্গলবার ব্রাহ্মণডাঙ্গা বাজারে দোকানি জিয়ার ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে নাজির মোল্যার লোকজন। এ ঘটনার জেরে বুধবার ভোরে অস্ত্রশস্ত্র নিয়ে ওই বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এসময় ইটের আঘাতে আবু তালহার মাথায় আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুজন রায় বলেন, শিশুটির মাথায় আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিশুর বাবা শামীমুর রহমান বুলু বলেন, গ্রামের দলাদলি নিয়ে অবুঝ শিশুর ওপর হামলা কেন হবে? আমি এর সুষ্ঠু বিচার চাই।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহমুদুর রহমান বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এলাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

হাফিজুল নিলু/আরএইচ/এমকেএইচ