বগুড়ার আদমদীঘিতে ১১ জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ জুন) দুপুরে তাদের বিরুদ্ধে থানায় মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে উপজেলার করজবাড়ী গ্রামে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ১১ জন জুয়াড়িদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত প্রত্যেকই ওই গ্রামের বাসিন্দা।
তারা হলেন- ইউসুফ আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৬), শাহাদত হোসেনের ছেলে তামিম (২৮), আফসার আলীর ছেলে শায়ার আলী (৩৫), বেলায়েত রহমানের ছেলে পিন্টু (৩০), তমেজ প্রামাণিকের ছেলে এখলাছ (৪৫), মোখলেস হোসেনের ছেলে উজ্জ্বল (২৮), মকবুল হোসেনের ছেলে গোলাম মোস্তফা (৪২), আব্দুল কুদ্দুসের ছেলে স্বপন (২০), রমজান আলীর ছেলে দেলোয়ার (৪৮), ইয়ামিন আলীর ছেলে আনোয়ার (৩৮) ও ইউসুফ আলীর ছেলে মুকুল হোসেন (৪০)।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। জুয়ারিদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
আরএইচ/আরএইচ/এমএস