বগুড়ায় হত্যাসহ ছয় মামলার আসামি হামিদুল ইসলামকে (৩৪) গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (২২ জুন) রাত ৯টায় কলোনী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হামিদুল শহরের চকফরিদ এলাকার মৃত শাহাজাহানের ছেলে।
বুধবার (২৩ জুন) র্যাব-১২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১১ সালে বগুড়া শহরের প্রগ্রেস কোচিং সেন্টারের মালিকানা নিয়ে বিরোধের জেরে ভর্তি শাখার পরিচালক শরিফুলকে হত্যা করা হয়। ভাড়াটে খুনি হামিদুল এ হত্যাকাণ্ড ঘটায়। ঘটনার পর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেণ।
তবে এরমধ্যেও আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে বগুড়ার বিভিন্ন এলাকায় ফেনসিডিল, ইয়াবা, হেরোইন, গাঁজাসহ বিভিন্ন মাদকব্যবসার সিন্ডিকেট গড়ে তোলেন তিনি। সেই সিন্ডিকেট সামাল দিতে তিনি বগুড়া এসেছিলেন। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানান, হামিদুলের বিরুদ্ধে আরও পাঁচটি মাদক মামলা রয়েছে। পাশাপাশি একটি মামলায় তার সাজাসহ বিভিন্ন মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। তাকে গ্রেফতারের পর বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লে. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘১০ বছর আগের হত্যা মামলার আসামিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এতে ভুক্তভোগীর পরিবার স্বস্তি পাবে।’
তিনি আরও বলেন, ‘হামিদুল একজন পেশাদার অপরাধী। তার মতো অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।’
এসএমএম/জেআইএম