গাজীপুরের টঙ্গীতে মসজিদের এসি মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আফজাল হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রাকিব নামের আরও একজন।
রোববার (৪ জুলাই) দুপুরে টঙ্গীর আরিচপুর এলাকার শাহী জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত আফজাল হোসেন মাদারীপুর জেলার শিবচর থানার শোলাপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি পরিবার নিয়ে রাজধানীর উত্তরখান থানার চানপাড়া এলাকায় বসবাস করতেন।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, দুপুরে আফজাল ও রাকিব আরিচপুর এলাকার শাহী জামে মসজিদে এসি সংযোগের কাজ করছিলেন। এসময় হঠাৎ বিদ্যুতায়িত হন আফজাল। আফজালকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আহত হন সহযোগী রাকিব। তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আফজালকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছ।
টঙ্গী পূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, কোন অভিযোগ না থাকায় স্বজনরা হাসপাতাল থেকে মরদেহ নিয়ে গেছেন।
মো. আমিনুল ইসলাম/আরএইচ/জেআইএম