দেশজুড়ে

গাজীপুরে একটি বিল থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

গাজীপুর সিটি করপোরেশনের আমবাঘ পূর্বপাড়া এলাকার একটি বিল থেকে বুধবার (৭ জুলাই) রাত ৯টার দিকে ভাসমান অবস্থায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স আনুমানিক ৫০ ও ৩৫ বছর। তাদের মধ্যে একজনের পরনে লাল গেঞ্জি ও জিন্স প্যান্ট এবং অপরজন বিবস্ত্র অবস্থায় ছিল।

কোনাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ এতথ্য জানান।

তিনি বলেন, আমবাঘ পূর্বপাড়া এলাকায় একটি বিল পাশের তুরাগ নদের সঙ্গে মিশে গেছে। বুধবার রাতে এলাকাবাসী বিলের পানিতে পাশপাশি দুইটি মরদেহ ভেসে থাকতে দেখেন। পরে এলাকাবাসী কোনাবাড়ি থানা পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে রাতে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

মরদেহ দুটিতে পচন ধরে গেছে। ধারণা করা হচ্ছে, গত কয়েকদিন আগে দুর্বৃত্তরা তাদের হত্যা করে বিলের পানি ফেলে যান।

এসআই শাখাওয়াত ইমতিয়াজ জানান, তাদের পরিচয় উদ্ধার করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেয়া হয়েছে। মরদেহের আঙুলের ছাপ নিয়ে পরিচয় উদ্ধারের চেষ্টা করা হবে।

আমিনুল ইসলাম/এসআর/ইএ