আট মাসের বকেয়া বেতন ও হাজিরা বোনাসের টাকা পরিশোধের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল থেকে গাজীপুর সিটি করপোরেশনের লক্ষীপুরা এলাকায় স্টাইল ক্রাফট লিমিটেড নামের পোশাক তৈরি কারখানার শ্রমিক ও স্টাফরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
শিল্প পুলিশ, কারখানার শ্রমিক ও কর্মকর্তারা জানান, লক্ষীপুরা এলাকার স্টাইল ক্রাফট লিমিটেড নামের পোশাক কারখানায় প্রায় চার হাজার শ্রমিক কাজ করেন। এদের মধ্যে ৭০০ স্টাফও রয়েছেন। গত কয়েক বছর ধরেই কারখানার মালিক ও কর্তৃপক্ষ প্রায় কয়েক মাসের বেতন আটকে রাখেন। এভাবে তাদের আট মাসের বেতন বকেয়া হয়ে পড়ে।
এছাড়া প্রতি মাসেই বেতনের সময়ে আন্দোলন করতে হয়। গত ঈদের আগেও আন্দোলন করে বেতন নিতে হয়েছে। গত মে মাসে আন্দোলন করা হয়। এ সময় কারখানার মালিক জানান, ১৪ জুন বেতন দেয়া হবে। কিন্তু সেদিন না দিয়ে ফের ২২ জুন ও এরপর ২৮ জুন বেতন দেয়ার কথা বলা হয়। তবে এখন পর্যন্ত সেই বেতন পরিশোধ করা হয়নি।
এরমধ্যে বৃহস্পতিবার সকালে বেতনের দাবি জানালে কারখানা কর্তৃপক্ষ ফের টালবাহানা শুরু করে। পরে শ্রমিকরা ও স্টাফরা কাজ বন্ধ করে সকাল ৯টায় কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। এরপর তারা কারখানা সামনে গাজীপুর-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে বাঁশ দিয়ে বেরিকেড দিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর বলেন, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে কারখানা চত্বরে নেয়া হয়। দুপুরে কারখানার মালিক তাদের প্রতিনিধি নিয়ে বকেয়া পরিশোধের বিষয়ে আলোচনা প্রস্ততি নিচ্ছেন।
তবে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত দুপুর আড়াইটাও আলোচনা শুরু হয়নি।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. সুজাউদ্দিন আহমদ জানান, কারখানার ছয়-সাতজন স্টাফের কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে। ৭ জুলাই তাদের বকেয়া পরিশোধের আশ্বাস দেয়া হলেও তা সম্ভব হয়নি। তাই ১৫ জুলাইয়ে বেতন দেয়ার কথা বললে তারা না মেনে বিক্ষোভ শুরু করেন।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শ্রমিক ও স্টাফরা বেতন পাচ্ছেন না। বেতনের দাবিতে তারা সড়কে অবস্থান নিয়েছেন। মালিকপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে।
আমিনুল ইসলাম/এসএমএম/এমকেএইচ