দেশজুড়ে

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল একজনের

মাগুরার মহম্মদপুরে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাফর আলি শিকদার (৪৮) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ জুলাই) দুপুরে উপজেলার ঘুল্লিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাফর একই গ্রামের মৃত আফতার শিকদারের ছেলে।

নিহতের চাচাতো ভাই ও বিনোদপুর ইউপি চেয়ারম্যান মিজান শিকদার জাগো নিউজকে জানান, শুক্রবার জুমার নামাজ পড়তে যাওয়ার আগে গোসল করার উদ্দেশে বিদ্যুৎচালিত মোটরের সুইচ অন করলে এ দুর্ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্ত্যরত চিকিৎসক মৃত্য ঘোষণা করেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলন জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ জানাননি। অভিযোগ পেলে আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।

আরাফাত হোসেন/এসএমএম/এএসএম