ক্যাম্পাস

বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যায়ের পরিচালক ড. ইমরুল কায়েস

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. ইমরুল কায়েসকে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (বহিরাঙ্গন) হিসেবে নিযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী দুই বছরের জন্য ড. ইমরুল কায়েসকে এ পদে নিযুক্ত করা হয়। তিনি বর্তমানে বাংলাদেশ উদ্যানতত্ত্ব বিজ্ঞান সমিতির দফতর সম্পাদক।

গাজীপুরের শ্রীপুর উপজেলার বারতোপা গ্রামে জন্ম গ্রহণকারী ড. ইমরুল কায়েসের অর্ধশতাধিক গবেষণা কর্ম দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি চীনের ন্যানজিং এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে ফ্রুট ক্রপ জিনোমিক্স-এপিএইচডি ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হলে প্রথম ও দ্বিতীয় মেয়াদে চার বছর প্রভোস্ট, বিভাগীয়প্রধান ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করেন।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জেআইএম