বগুড়ার শাজাহানপুরে ১০০ গ্রাম হেরোইনসহ মৌসুমী আক্তার (২৫) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ডেমাজানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মৌসুমী আক্তার উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর পণ্ডিত পাড়ার মাদক সম্রাট আফতাব হোসেন ওরফে পেতারের মেয়ে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডেমাজানী বাজার এলাকা থেকে ১০০ গ্রাম মাদকসহ মৌসুমী আক্তারকে গ্রেফতার করা হয়। তার বাবা আফতাব হোসেন পেতারও একজন মাদক ব্যবসায়ী। এর আগেও ওই পরিবারের একাধিক সদস্যকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজাতে পাঠানো হয়েছে।’
আরএইচ/এমকেএইচ