ফরিদপুরে মোহামেডান স্পোর্টিং ক্লাব ভবনে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১৭ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮ লাখ ৫২ হাজার টাকা উদ্ধার করা হয়।
বুধবার (২৮ জুলাই) দুপুরে আটকদের ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
র্যাব-৮ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে এ অভিযান চালানো হয়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে সরকারি জমি ইজারা নিয়ে ভবনটি স্থাপন করা হলেও একদল জুয়াড়ি চক্র অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের মাধ্যমে সেখানে দীর্ঘদিন যাবত এভাবে জুয়ার আসর চালাচ্ছিল।
আটকরা হলেন- রিয়ান হোসেন (৩১), সাধন সরকার (৫০), রাজন শেখ (৩১), হুমায়ুন কবির (৩২), কুবাদ চৌধুরী (৪৫), বিল্লাল হোসেন (৩৫), শাহিন শেখ (২৭), রাজিব মোল্যা (২৫), কামাল হোসেন (৫০), দেলোয়ার হোসেন (২৮), হাতেম শেখ (৪০), জুয়েল ফকির (২৬), আয়নাল মোল্যা (৪০), ইয়াছিন শেখ (৩০), শাহ আলম (২১), হেমায়েত আলী (৩০), মেহেদী হাসান (২৩)।
এন কে বি নয়ন/এসজে/জেআইএম