ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন উপজেলা কৃষক লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা মো. আহমেদ হোসেন ফকির।
বুধবার (২৮ জুলাই) ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাকে উপজেলার রূপাপাতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
মো. আহমেদ হোসেন ফকির ফরিদপুরের বোয়ালমারী উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি উপজেলার রূপাপাত ইউনিয়নের রূপাপাত বামনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের বড় ছেলে ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম উজ্জ্বল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এন কে বি নয়ন/জেডএইচ/এএসএম