ফরিদপুরের নগরকান্দায় ইভটিজিংয়ের দায়ে বিপুল মাতুব্বর (২৮) নামের এক যুবককে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে নগরকান্দা পৌরসভার ছাগলদি বাসস্ট্যান্ড এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত বিপুল উপজেলার শংকরপাশা গ্রামের আনোয়ার মাতুব্বরের ছেলে। তিনি পেশায় একজন বাসচালক ও দুই সন্তানের জনক।
স্থানীয় সূত্র জানায়, বিপুল মাতুব্বর ছাগলদি বাসস্ট্যান্ডে একটি মেয়ের হাত ধরে টানাটানি করেন। পরে মেয়েটি ইউএনওর কাছে অভিযোগ করেন। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্তকে ২০ দিনের কারাদণ্ড দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেতী প্রু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এন কে বি নয়ন/এসআর/এএসএম