দেশজুড়ে

আধাঘণ্টা বন্ধ থাকার পর সচল বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল

ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পর বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে হঠাৎ করে লঞ্চ বন্ধ করে মালিক সমিতি। এতে যাত্রীদের মধ্যে ঘটে অসন্তোষ দেখা দেয়।

রোববার (১ আগস্ট) বেলা ১১টার দিকে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণার আধাঘণ্টা পর পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।

বাংলাবাজার ঘাট লঞ্চ মালিক সমিতি সূত্রে জানা যায়, সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক রোববার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচলের ঘোষণা করে মালিক সমিতি। কিন্তু হঠাৎ করেই শিমুলিয়া ঘাটে অতিরিক্ত যাত্রী বহন করার অভিযোগে বেশ কয়েকটি লঞ্চকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

লঞ্চ মালিক সমিতির নেতারা বলেন, বাংলাবাজার ঘাটে ঢাকামুখী যাত্রীদের প্রচণ্ড চাপের কারণে যাত্রীদের নিয়ন্ত্রণ করা কষ্টকর হয়ে পড়ে। বাংলাবাজার ঘাটে প্রশাসনের উপস্থিতিতেই যাত্রী তোলা হচ্ছে। তারপরও শিমুলিয়া ঘাটে জরিমানার শিকার হতে হয়। তাই লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়।

বাংলা বাজার ঘাটের বিআইডব্লিটিএর ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘শিমুলিয়া প্রান্তে লঞ্চে জরিমানা করার কারণে ৩০ মিনিট লঞ্চ চলাচল বন্ধ ছিল। কিন্তু ঘাটে আটকেপড়া যাত্রীর চাপে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সকাল সাড়ে ১১টার দিকে আবার সবগুলো লঞ্চ চালু করে মালিক সমিতি।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সকাল থেকে লঞ্চ চালু হলে যাত্রীচাপ কিছুটা কম ছিল। হঠাৎ করে সকাল ১১টার দিকে লঞ্চ চলাচল বন্ধ করার পর ফেরিতে যাত্রীদের মারাত্মক চাপ বেড়ে যায়।’

একেএম নাসিরুল হক/আরএইচ/জিকেএস