বরিশালের উজিরপুরে মো. ফারুক হাওলাদার (৪৫) নামের কথিত এক জ্বিনের বাদশাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে উপজেলার দক্ষিণ ধামুরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ চক্রের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি।
ফারুক হাওলাদার ওই এলাকার দক্ষিণ ধামুরা গ্রামের আবদুল কাদের হাওলাদারের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকার আন্ডারচর গ্রামের রহমান সরদারসহ বিভিন্নজনের কাছ থেকে জ্বিনের বাদশা পরিচয়ে একটি চক্র নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগী রহমান সরদার বাদী হয়ে কালকিনি থানায় জ্বিনের বাদশা মো. ফারুক হাওলাদার, পিন্টু হাওলাদার ও রহিমের নামে একটি মামলা করেন। পরে মো. ফারুক হাওলাদারকে বরিশালের উজিরপুর এলাকার দক্ষিণ ধামুরা গ্রামের একটি বাড়ি থেকে আটক করে পুলিশ।
কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ হাসিব আহম্মেদ বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। গ্রেফতারের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এ কে এম নাসিরুল হক/আরএইচ/জেআইএম