ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর জেলা পরিষদের সদস্য আব্দুর রব মোল্লাকে (৬৫) একটি হত্যা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর সোমবার (২৩ আগস্ট) দুপুরে তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, রোববার (২২ আগস্ট) দিনগত রাত আড়াইটার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। রব মোল্লা এলাকার একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন পলাতক থেকে উচ্চ আদালতে জামিনের জন্য ঢাকায় অবস্থান করছিলেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, ‘শাহবাগ থানা পুলিশের সহায়তায় রব মোল্লাকে গ্রেফতার করা হয়। তিনি এলাকার একটি হত্যা মামলার প্রধান আসামি।’
নগরকান্দা-সালথা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমিনুর রহমান বলেন, ‘আমরা আব্দুর রব মোল্লাকে রোববার (২২ আগস্ট) দিনগত রাত আড়াইটার দিকে শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় ঢাকার শাহবাগ এলাকা থেকে গ্রেফতার করি।’
এন কে বি নয়ন/এমএইচআর