দেশজুড়ে

বিভাগীয় ‘শুদ্ধাচার’ পুরস্কার পেলেন তমিজুল ইসলাম খান

খুলনা বিভাগে ‘শুদ্ধাচার’ পুরস্কার পেয়েছেন যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।

সোমবার (৩০ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম ও বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন তার হাতে ক্রেস্ট তুলে দেন।

খুলনা বিভাগীয় কমিশনারের কনফারেন্স হলে অতিরিক্ত বিভাগীয় কমিশনার, খুলনা বিভাগের সব জেলা প্রশাসক, যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান উপস্থিত ছিলেন।

এদিকে যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে ‘শুদ্ধাচার’ পুরস্কার পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

মিলন রহমান/আরএইচ/এমকেএইচ