কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে ব্র্যাক ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের সি-গাল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
ওই শিক্ষার্থীর নাম তৌফিক মকবুল (২৩)। তিনি ঢাকার শ্যামলীর আদাবর এলাকার বাসিন্দা নুরুল আমিনের ছেলে এবং ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বিচ ম্যানেজমেন্ট কমিটি সূত্র জানায়, বুধবার দুই বন্ধুর সঙ্গে সাগরে গোসলে নামেন তৌফিক। তারা ভাটার টানে ভেসে যান। পরে লাইফগার্ডের সদস্যরা তিনজনকেই উদ্ধার করেন।
তৌফিকের বন্ধু সাদমান সাকিব বলেন, তৌফিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) জিল্লুর রহমান বলেন, তিনবন্ধুর মধ্যে একজন মারা গেছেন। ঢাকার মোহাম্মদপুরের মৃত সাজিদুল করিমের ছেলে সোয়াদ আহমদ ইয়াছিন (২২) অসুস্থ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম বলেন, মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এর আগে গত ২১ আগস্ট কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হন কক্সবাজার শহরের স্কুল শিক্ষার্থী ইরফানুল হক মাহির (১৪)। পরেরদিন (২২ আগস্ট) রাত ৯টার দিকে সৈকতের কলাতলীর সায়মন পয়েন্টে ভেসে আসে তার মরদেহ।
সায়ীদ আলমগীর/এসআর/এএসএম