ফরিদপুরের সালথা উপজেলায় দুই কেজি গাঁজা ও ৬০ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- উপজেলার বাউশখালী গ্রামের ফ্ল্যাট ফকির (৩৪) ও একই উপজেলার কলাগাছি গ্রামের রাজীব হোসেন (২০)।
গ্রেফতারদের সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, এর আগে গত ৮ জুলাই ভোরে বাউশখালী এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ইয়াবাসহ ফ্ল্যাট ফকিরকে গ্রেফতার করা হয়। তার আগেও মাদকসহ গ্রেফতার হন তিনি। সবশেষ গ্রেফতারের পর জামিনে বের হয়ে তিন মাসের মধ্যে ফের মাদকের বড় চালানসহ ধরা পড়লেন তিনি।
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে জানিয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, ফ্ল্যাট ফকির একজন বড় মাদককারবারি। এর আগেও একাধিকবার মাদকসহ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। কিন্তু জামিনে বের হয়ে এসে পুনরায় সে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।
এন কে বি নয়ন/এমআরআর/এমএস