দেশজুড়ে

এক বছরের সাজা থেকে বাঁচতে পালাতক ছিলেন ৮ বছর

চেক প্রতারণা মামলায় এক বছরের সাজা হয় জয়নুল আবেদীন জনি ওরফে তৌফিকের (৩৯)। সেই সাজা থেকে বাঁচতে পালিয়ে ছিলেন আট বছর। কিন্তু পালিয়ে রক্ষা হয়নি তার। রোববার (১০ অক্টোবর) ঢাকার বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

গ্রেফতার তৌফিক চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার বেলগাছি গ্রামের মাদরাসাপাড়ার মো. নুরুল হোসেনের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, চেক প্রতারণার মামলায় ২০১৩ সালে তৌফিকের এক বছরের সাজা হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। অবশেষে রোববার ঢাকার বনানী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ওসি আরও বলেন, তার বিরুদ্ধে এ নিয়ে ১০টি মামলায় গ্রেফতারি পরোয়ানা আছে।

সালাউদ্দীন কাজল/এসজে/জিকেএস