ফরিদপুরে বাসচাপায় তুহিন শেখ (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে শহরতলীর কানাইপুরের মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিহতের নাম জানা গেলেও তার বিস্তারিত ঠিকানা জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থল মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে কানাইপুরের মল্লিকপুর এলাকায় ফরিদপুরগামী ওই মোটরসাইকেলটিকে চাপা দেয় মাগুরাগামী একটি বাস। এতে ঘটনাস্থলেই আরোহী তুহিন শেখের মৃত্যু হয়।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. আল মামুন দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এন কে বি নয়ন/এসআর/জেআইএম