দেশজুড়ে

ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু

মাগুরা সদর উপজেলায় ছেলের মোটরসাইকেল থেকে পড়ে বিউটি খাতুন (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মাগুরা শহরতলী ঘোড়ামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিউটি খাতুন সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মোরশেদ আলীর স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, ছেলে ফোরকান হোসেন মামাবাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাকে নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে রাস্তার গতিরোধক পার হওয়ার সময় পেছন থেকে মা বিউটি খাতুন ছিটকে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাস্তার যত্রতত্র গতিরোধক থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসজে/এমএস