দেশজুড়ে

৩৩৩ নম্বরে ফোন পেয়ে বিয়ে দিলেন ইউএনও!

ফরিদপুরের সালথায় ৩৩৩ নম্বর থেকে বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে যান। বিয়ে বাড়িতে তাকে দেখে হতভম্ব হয়ে যান মেয়ের বাবা-মা স্বজন ও প্রতিবেশীরা।

সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই শেষে জানা যায় মেয়ের বয়স ১৯ বছর। এতে কিছুটা বিব্রত হন ইউএনও। পরে তার নির্দেশে বিয়ের আয়োজন সম্পন্ন করা হয়।

এ বিষয়ে সালথার ইউএনও মোছা. তাছলিমা আকতার বলেন, ৩৩৩ নাম্বারে কেউ হয়তো বাল্যবিয়ের ভুল তথ্য দেন। এমন ভুল তথ্য দিয়ে হয়রানি না করতে অনুরোধ জানাচ্ছি।

এন কে বি নয়ন/এসজে/জিকেএস