দেশজুড়ে

বেনাপোলে ১২ সোনার বারসহ দুই পাচারকারী আটক

যশোরের বেনাপোলে এক কেজি ৪০০ গ্রাম ওজনের ১২টি বারসহ দুই যুবককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে স্থানীয় পুটখালী মসজিদ বাড়ি বিজিবি চেকপোস্টের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানার পুটখালি পশ্চিমপাড়া গ্রামের মোক্তার আলীর ছেলে লিটন মিয়া (২৮) একই থানার পুটখালী দক্ষিণপাড়া গ্রামের আলী কদরের ছেলে শাহাজান মণ্ডল (৩২)। এসময় পাচারকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুর-ই-এলাহী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় ১২টি সোনার বারসহ তাদের আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৯০ লাখ ৪০ হাজার ৭৭৮ টাকা।

পরে পাচার আইনে তাদের নামে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

মো. জামাল হোসেন/আরএইচ/জিকেএস