ফরিদপুরের আলফাডাঙ্গায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই ভাই। নির্বাচনে আলাদা প্রতীক পেলেও তাদের মিলেমিলে প্রচারণায় অংশ নিতে দেখা যায়।
স্থানীয়রা জানান, উপজেলার বানা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হন কৃষক লীগ নেতা মো. হারুন-অর-রশিদ শরীফ ও তার ছোট ভাই মো. নজরুল ইসলাম শরীফ। নির্বাচনে বড় ভাই মো. হারুন-অর-রশিদ শরীফ চশমা প্রতীক ও ছোট ভাই মো. নজরুল ইসলাম শরীফ পেয়েছেন টেলিফোন প্রতীক। প্রতীক পাওয়ার পর দুই ভাই নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে গড়ানিয়া ও শিরগ্রাম এলাকায় চশমা প্রতীকের নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন টেলিফোন প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ছোট ভাই মো. নজরুল ইসলাম শরীফ।
নির্বাচনে দুই ভাই আলাদা প্রতীক নিয়ে অংশ নিলেও একসঙ্গে মিছিল-মিটিং করছেন তারা। এটা তাদের এক ধরনের কৌশল বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে টেলিফোন প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম শরীফ জাগো নিউজকে জানান, আমরা দুই ভাই কাগজ-কলমে প্রতিদ্বন্দ্বী প্রার্থী। বাস্তবে এক। আমাদের চ্যালেঞ্জ ছিল নির্বাচন করবোই। একজনেরটা বাদ গেলে যাতে করে আরেকজন টিকে থাকে। তাই দুই ভাই প্রার্থী হয়েছি।
এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা শামীম আহমাদ বলেন, দুই জনের মনোনয়ন বৈধতার পর দুইজনই আলাদা প্রতীক বরাদ্দ পেয়েছেন। কেউ প্রত্যাহারও করেননি সে হিসেবে কাগজপত্রে দুজনই প্রার্থী।
এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস