দেশজুড়ে

খাগড়াছড়িতে ৩ দিনব্যাপী রাজপুণ্যাহ শুরু

বর্ণিল আয়োজনে শুরু হয়েছে মং সার্কেলের তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাজপুণ্যাহ (রাজস্ব আদায়) উৎসব। এ উৎসবকে ঘিরে জেলা সদরের অদূরে মহালছড়া মং রাজবাড়ি হয়ে উঠে উৎসবমুখর। এটি মং সার্কেলের অষ্টম রাজ পরিবারর ষষ্ঠ রাজপুণ্যাহ উৎসব।

শুক্রবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তিন দিনব্যাপী রাজপুণ্যাহর উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা ও মং সার্কেল চিফ রাজা সাচিং প্রু চৌধুরী।

এর আগে উৎসব প্রাঙ্গণে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান রাজপুণ্যাহ উদযাপন কমিটির আহ্বায়ক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য হিরণজয় ত্রিপুরা এবং কমিটির সদস্য সচিব ও গোলাবাড়ি মৌজার হেডম্যান উক্যসাইন চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতেই মং সার্কেল চিফ রাজা সাচিং প্রু চৌধুরীর প্রতি আনুগত্যস্বরূপ তলোয়ার প্রদান করেন প্রজাদের পক্ষে একজন হেডম্যান। এর পরপরই পাহাড়িদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। স্বাগত বক্তব্য রাখেন সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী। ইউএনডিপির খাগড়াছড়ি জেলা ফ্যাসিলিটেটর সুবাস দত্ত চাকমা ও কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি রনিক ত্রিপুরা প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্যাঞ্চলের হেডম্যান-কারবারিদের ভাতা প্রদান করে সম্মানীত করেছেন উল্লেখ করে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলোর কারণে হেডম্যান-কারবারিরা নিজস্ব আইনে বিচার করতে পারেন না। এসময় পাহাড়ের শান্তি-সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

হেডম্যান ও কারবারিদের নেতৃত্বকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন মং সার্কেল প্রধান রাজা সাচিং প্রু চৌধুরী। জলবায়ু পরির্বতের ফলে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য প্রতিটি মৌজার বনভূমি সংরক্ষনণের জন্য হেডম্যান-কারবারিদের প্রতি আহ্বান জানান তিনি। পরে মং সার্কেলের আওতাধীন ৮৮ হেডম্যান (মৌজা প্রধান) এবং ৭০১ জন কারবারি (পাড়া প্রধান) রাজার হাতে খাজনা তুলে দেন।

খাগড়াছড়ি রিজিয়নের জি-টু আই মেজর মো. জাহিদ হাসান ও গুইমারা রিজিয়নের লেফটেন্যান্ট মো. মোতালেব রিজিয়ন কমান্ডারের পক্ষে রাজা সাচিং প্রু চৌধুরীর হাতে উপহার তুলে দেন। সৌজন্য উপহার দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

বর্ণিল এ অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শুভ মঙ্গল চাকমা, শাহিনা আক্তার, শতরুপা চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম, খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জেনিয়া চাকমা, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ ছাড়াও হেডম্যান-কারবারি, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মুজিবুর রহমান ভুইয়া/এসআর/এএসএম