দেশজুড়ে

মোবাইলে কথা বলার পর স্বামীর আত্মহত্যা, স্ত্রী হাসপাতালে

বাইজিদ মোল্যা (২২) ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের আক্কাস মোল্যার ছেলে। দুই মাস আগে ১৯ বছরের এক তরুণীকে বিয়ে করেন। বাইজিদ কাজের জন্য ঢাকায় থাকেন আর স্ত্রী বাড়িতে তার বাবা-মায়ের সঙ্গে থাকেন।

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে স্বামী-স্ত্রীর কথা হয়। কথা বলা শেষে ঢাকায় গলায় ফাঁস দিয়ে স্বামী আত্মহত্যা করেন। বাড়িতে স্ত্রী আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গ্রামের বাড়িতে বাইজিদের মরদেহ দাফন করা হয়।

বাইজিদ মোল্যার বাবা আক্কাস মোল্যা বলেন, আমাদের জানামতে তাদের মধ্যে বিয়ের পর থেকে ভালো সম্পর্ক ছিল। মাস দুয়েক আগে তাদের বিয়ে হয়। আমার ছেলে ঢাকায় চাকরি করে। ফলে দুজনের একসঙ্গে বেশিদিন থাকা হয়নি। মোবাইলে কথাবার্তা হতো বেশি।

তিনি আরও বলেন, রোববার রাতে দুজনের মধ্যে মোবাইলে বেশি সময় ধরে কথা হয়। আমার ধারণা কোনো বিষয় নিয়ে দুজনের ঝগড়া হয়েছে। সকালেও পুত্রবধূকে ফোনে রাগান্বিত হয়ে কয়েকবার কথা বলতে দেখি। এক পর্যায়ে সকালে সে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নেওয়ার চেষ্টা চালায়। তাকে উদ্ধার করে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। এর মধ্যে মোবাইলে খবর আসে বাইজিদ ঢাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

পুরাপাড়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো. আতাউর রহমান বাবু এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে বলেন, বিষয়টি জেনেছি। তাদের পরিবারের ভাষ্যমতে স্বামী-স্ত্রীর ঝগড়ার কারণে এ ঘটনা ঘটেছে। বাইজিদের মরদেহ দাফন হয়েছে এবং তার স্ত্রী ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে জানতে চাইলে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন জাগো নিউজকে বলেন, এ বিষয়টি মৌখিকভাবে জেনেছি। কিন্তু থানায় এ নিয়ে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

এন কে বি নয়ন/এসজে/এএসএম