দেশজুড়ে

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো বৃদ্ধের

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে আব্দুল খালেক শেখ (৮৬) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে শহরের কমলাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে বাসা থেকে চা খাওয়ার কথা বলে ঘর থেকে বের হন খালেক শেখ। রেল লাইনের পাশের দোকান থেকে চা খেয়ে ফেরার পথে রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাজবাড়ী রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম বলেন, মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এন কে বি নয়ন/আরএইচ/এমএস