ফরিদপুরের ভাঙ্গায় দুই মেম্বার সমর্থকদের সংঘর্ষে দুলাল শিকদার (৬১) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার মুনসুরাবাদ গ্রামের এ ঘটনা ঘটে।
নিহত দুলাল ওই গ্রামের মৃত লাল মিয়া শিকদারের ছেলে। তিনি সাবেক মেম্বার বাবর আলী মোল্লার সমর্থক।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার উপজেলার হামিরদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার বাবর আলী ও সদ্য বিজয়ী আলম মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিলো। বুধবার বিকেলে মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকার একটি মসজিদে নামাজ পড়ে যাওয়ার সময় দুলাল শিকদারের উপর হামলা করে প্রতিপক্ষের লোকজন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুলাল শিকদারের ভাই অহিদুল শিকদার জানান, প্রতিপক্ষ ছরোয়ার, ইমদাদ, ইকরাম ও ইমরানসহ কয়েকজন দুলাল শিকদারের গতিরোধ করে চড়-থাপ্পড়, কিল-ঘুষি দেন। এসময় তিনি মাটিতে পড়ে গেলে তারা কয়েকটি লাথিও দেন। আমিসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এম এম মইন উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ভাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এন কে বি নয়ন/আরএইচ/এএসএম