দেশজুড়ে

শতাধিক দুস্থ পেলেন উষ্ণতার পরশ

গাজীপুরে দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে বহুমুখী দুস্থ নারী কল্যাণ সমিতি ও দুর্বার যুব উন্নয়ন সংগঠন।

শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরীর ২৮নং ওয়ার্ডে ডায়াবেটিক সেন্টার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন।

বহুমুখী দুস্থ নারী কল্যাণ সমিতির সভানেত্রী তসলিমা নয়নের সভাপতিত্বে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, মো. আমিনুল ইসলাম ও যুগ্ম সম্পাদক মো. মনিরুজ্জামান প্রমুখ।

এ সময় দুর্বার যুব উন্নয়ন সংগঠনের সভাপতি মোহসিন আহমেদ শাওন উপস্থিত ছিলেন। দুটি সংগঠন থেকে এলাকার আট শতাধিক দুস্থ ও অসহায় নারী পুরুষের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।

আমিনুল ইসলাম/এফএ/এএসএম