দেশজুড়ে

মা রান্নায় ব্যস্ত, ডোবায় পড়ে প্রাণ গেলো শিশুর

মাগুরায় পানিতে ডুবে জিসান নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ঘোপডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

জিসান আনসার সদস্য কামরুল মোল্যা ও মুন্নি বেগম দম্পতির একমাত্র সন্তান। কামরুল মোল্যা মেহেরপুর জেলায় কর্মরত।

নিহত জিসানের বড় চাচা কামরুল মোল্যা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির সবাই জুমার নামাজ পড়তে যান। তার মা মুন্নি বেগম রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এসময় সে বাড়ির মধ্যে খেলা করছিল। কিছুক্ষণ পর মা জিসানকে বাড়ির মধ্যে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পাড়ির পাশে একটি ডোবায় শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়।

পরিবারের সদস্যদের ধারণা, শিশু জিসান তাদের বাড়ির পাশে ফুপু রেহেনার বাড়িতে যাচ্ছিল। যাওয়ার পথে হঠাৎ পা পিছলে ডোবার পানিতে পড়ে যায়। এসআর/এএসএম