দেশজুড়ে

ফরিদপুরে তুলার কারখানায় অগ্নিকাণ্ড, ২৫ লাখ টাকার ক্ষতি

ফরিদপুরের কানাইপুরে একটি তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ জানুয়ারি) বিকাল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই কারখানার মালিক আমির মিয়া।

ফরিদপুরের কানাইপুর বাজার এলাকার মৃধা মার্কেটের পিছনে ৭৮ ফুট লম্বা ও ৫৭ ফুট প্রস্থ একটি টিনের ঘরে কারখানাটি অবস্থিত। কারখানা থেকে মেশিন ঘরের দূরত্ব আনুমানিক ১৮০ ফুট।

এলাকাবাসী ও কারখানা মালিক জানান, বিকেল চারটার দিকে তুলার মিলের গোডাউন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়।

কারখানার মালিক মো. আমির মিয়া জাগো নিউজকে বলেন, গার্মেন্টেসের ঝুট প্রক্রিয়াজাত করে তুলা উৎপাদন করে থাকি। আমার কারখানার মেশিন মেরামত চলছে। ফলে গত তিনদিন ধরে কারখানাটি বন্ধ রয়েছে। যে গোডাউনে আগুন লেগেছে সেটিও বাইরে থেকে তালা দিয়ে বন্ধ করা ছিল। ঘরে বিদ্যুতের কোনো সংযোগ ছিল না। তিনি আরও বলেন, আমার ধারণা শত্রুতা করে কেউ আগুন ধরিয়ে দিয়েছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুভাস বাড়ৈ জাগো নিউজকে বলেন, আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্ত করে জানা যাবে।

এ বিষয়ে কানাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলায়েত হোসেন ফকির জাগো নিউজকে বলেন, কানাইপুর একটি শিল্প এলাকা। বাজারে আগুন লাগলে ১২/১৫ কিলোমিটার দূরে অবস্থিত ফরিদপুর থেকে দমকল বাহিনী আসতে হয়। এর ফলে ক্ষতির পরিমাণ বেড়ে যায়। কানাইপুরে পৃথক একটি ফায়ার স্টেশন স্থাপন করা জরুরি বলেও মনে করেন তিনি।

এন কে বি নয়ন/কেএসআর