নোয়াখালীর সোনাইমুড়ীতে জাহাঙ্গীর আলম নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রেল স্টেশনের উত্তর পাশে বরলা গ্রামের হেদায়েত উল্লাহ মিয়ার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জাহাঙ্গীর আলম পৌরসভার নাওতোলা মুন্সি বাড়ীর সোলেমান মিয়ার ছেলে। সে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সোনাইমুড়ী রেলস্টেশনের উত্তর পাশে হেদায়েত উল্লাহ মিয়ার বাড়িতে ভাড়া থাকতো।
সোনাইমুড়ী থানার এসআই নিজাম উদ্দিন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
ইকবাল হোসেন মজনু/এএইচ/এমএস