দেশজুড়ে

ইন্দুরকানীতে চেয়ারম্যান হলেন মঞ্জু

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী মশিউর রহমান মঞ্জু বিজয়ী হয়েছেন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব আহমেদ বিজয়ীর নাম ঘোষণা করেন।

তিনি বলেন, ‘নির্বাচনে মশিউর রহমান মঞ্জু ছয় হাজার ৪৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগ মনোনীত মিজানুর রহমান স্বপন পেয়েছেন চার হাজার ১৬১ ভোট।’

এ বিষয়ে বিজয়ী চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু বলেন, ‘কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানান।’

আরএইচ/এমএস