দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হককে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকালে জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাশেদ ইউসুফ জুয়েল বলেন, দুপুরে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি পেয়েছি। সেখানে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাধারণ সম্পাদক একরামুল হককে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
এর আগে সোমবার (৭ জানুয়ারি) একই অভিযোগে পৌর ছাত্রলীগের সভাপতি মতিউর রহমান মতিন ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাজুকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এইচ এম অলমগীর কবির/আরএইচ/এএসএম